
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় মো. আশরাফুল আলম(১৩) নামে এক মাদ্রাসা ছাত্র গত ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। আশরাফুল সুনামগঞ্জের মধ্যনগরের খিদিরপুর গ্রামের মো. মুক্তার উদ্দিনের ছেলে। সে নেত্রকোণা পৌর শহরের মালনী এলাকায় জামিয়া নুরিয়া কওমি মাদ্রাসার বিশেষ জমায়তের ছাত্র।
গত ২৫ সেপ্টম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে নেত্রকোণা শহরের ইসলামপুর এলাকায় বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে সে আর ফেরেনি। এদিকে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে গত সোমবার রাতে নেত্রকোনা মডেল থানায় সাধারণ ডায়রি করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা, পুলিশ ও নিখোঁজদের পরিবার সূত্রে জানা গেছে, মো. আশরাফুল আলম গত ২৫ সেপ্টম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের ইসলামপুর এলাকার ভাড়া বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়। এর আর সে বাড়ি ফিরেনি। এ দিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠা আর দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়েছে পরিবার। শিশুটির গায়ের রং শ্যামলা। উচ্চতা চার ফুটে ছয় ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল খাগি রং এর পাঞ্জাবি ও সাদা পায়জামা। সে হালকা-পাতলা গড়নের। এ ঘটনায় গত সোমবার রাতে আশরাফুল আলমের বাবা নেত্রকোনা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ আশরাফুল আলম এর বাবা মুক্তার উদ্দিনের নাম্বার ০১৭৪০-৯২৩৩৫৭।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম খান বলেন, ‘নিখোঁজ হওয়া ওই মাদ্রাসা শিক্ষার্থীর বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। তার সন্ধানের চেষ্টা চলছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। আশা করা যাচ্ছে দ্রুত সময়ের মধ্যেই উদ্ধার সম্ভব হবে।’