নেত্রকোণায় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনের মঙ্গলবার সকাল ১০টায় বালী আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনের পর এক আলোচনা সভায় সিভিল সার্জন ডা: তাজুল ইসলামের সভাপতিত্বে ও জেলা ইপিআই এর সুপারিনটেনডেন্ট মো: মজিবুর রহমানের উপস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফখরুজ্জামান জুয়েল, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: ওবায়দুল্লাহ, বালী আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ আক্তার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো: জানে আলম, হিসাব রক্ষক ধীরেন্দ্র কুমার সরকার সহ সিভিল সার্জন অফিসের কৃমি নিয়ন্ত্রণের সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ ও আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।
নেত্রকোণা জেলা সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম খান জানান, সকল প্রকার প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়,সম পর্যায়ে মাদ্রাসা, মক্তব ও এতিমখানা সমূহে ৫-১৬ বৎসর বয়সী সকল শিশুকে কৃমি নিয়ন্ত্রণ ঔষধ খাওয়ানো হবে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।