দুর্গাপুরে এমপি জালাল হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে তিন বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, উপজেলা আওয়ামীলীগ‘র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম জালাল উদ্দিন তালুকদার হত্যার বিচারের দাবীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদারের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জালাল তালুকদার হত্যার প্রতিবাদ পরিষদ এর আয়োজনে বুধবার দিনব্যাপী কর্মসুচীতে কোরআন খতম, মিলাদ মাহফিল, মরহুমের কবর জিয়ারত, কাঙ্গালীভোজ ও বিক্ষোভ মিছিল শেষে মরহুমের বাসভবন চত্তরে তাঁর পুত্র শাহ্ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট জয়নাল আবেদীন, এডভোকেট সাইফুল ইসলাম ফকির, ধান্য ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান, জালাল তালুকদার হত্যার প্রতিবাদ পরিষদ নেতা আব্দুস সাত্তার প্রমুখ। অপরদিকে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুল মাঠে জেলা আওয়ামীলীগ‘র সদস্য, কেন্দ্রীয় যুবলীগ‘র সহ:সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগ এর আহবায়ক মাসুদ খান জনি, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, সাবেক প্রধান শিক্ষক বীরেশ^র চক্রবর্তী, আওয়ামীলীগ নেতা বিপ্লব মজুমদার, যুবলীগ নেতা কামরুল হাসান জনি প্রমুখ।
পৃথক দু‘টি আলোচনা সভায় বক্তারা বলেন, উত্তর ময়মনসিংহের সিংহ পুরুষ, কিংবদন্তিনেতা, সাবেক সংসদ সদস্য মরহুম জালাল উদ্দিন তালুকদারকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে, তিনি এলাকায় না থাকায় আমরা অবিভাবকহীন হয়ে পড়েছি। এই মামলার সুষ্ঠ তদন্ত নিয়ে অনেক সময় নষ্ট হয়েছে। আপোষহীন এই নেতার প্রকৃত হত্যা রহস্যের জট খুলে, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবী জানানো হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।