
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় এই প্রথম ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলেন জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি গাজী মোজাম্মেল হোসেন টুকু।
মঙ্গলবার দিনগত রাত পৌনে ১টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে মসজিদ কোয়াটার নিজ বাসা থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।
এর আগের দিন সকালে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে টুকু তার স্বাস্থ্য পরীক্ষা করিয়ে ডেঙ্গুজ্বরে আক্রান্তের বিষয়টি জানতে পারেন।
নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওন ও টুকুর ভাগ্নে ছাত্রলীগের সদস্য ওমর সাইফুল্লাহ এতথ্য নিশ্চিত করেন।
এদিকে, টুকুর ভাই গাজী তোবারক হোসেন ও ভাগ্নে সাইফুল্লাহ জানান, গত তিন দিন আগে টুকু নেত্রকোণাতে জ্বরে আক্রান্ত হন। পরে সাধারণ জ্বর মনে করে বিষয়টি আর তেমন গুরুত্ব দেননি তিনি।
শারীরিক পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকলে মঙ্গলবার সকালে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে গিয়ে জানতে পারেন তিনি ডেঙ্গুতে আক্রান্ত। পরে বাসায় এলে রাতে পরিস্থিতি আরও অবনতি হয়। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে পাঠানো হয়। টুকু জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক।