
আটপাড়া প্রতিনিধি: সোমবার নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর উপজেলা সদর স্মৃতি সৌধ মাঠে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে এক নির্বাচনী সভার আয়োজন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী মো: মোজাম্মেল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু। প্রধান অতিথি ছিলেন, ভাটী বাংলার নয়নের মনি বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও সাবেক এম.পি. অপু উকিল। প্রধান অতিথি তার বক্তব্যে উপজেলা পরিষদ নির্বাচনে সকল নেতা-কর্মীদের মতবেদ ভুলে গিয়ে নৌকার প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য বলেন। আগামী ১৪ অক্টোবর নৌকার প্রার্থীকে ভোটে বিজয়ী করে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান। সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আ’লীগের মনোনীত প্রার্থী হাজী মো: খায়রুল ইসলাম, আ’লীগ নেতা সায়েদুল হক তালুকদার, এম. জুবেদ আলী, আবু নাসের তালুকদার মিলু, বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন, মো: ছানোয়ার উদ্দিন ছানু, মো: মাহফুজুল ইসলাম খান শিরিন, জেলা পরিষদ সদস্য সুমন খান, নির্বাচন উপ-প্রচার কমিটির আহ্বায়ক আরিফুজ্জামান খান টিটু, যুগ্ম আহ্বায়ক হায়দার জাহান সাগর, শ্রীমক লীগ সভাপতি অমল দত্ত, সম্পাদক মো: খায়রুল ইসলাম, যুবলীগ সভাপতি মো: নিজাম ইয়ার খান, সম্পাদক মো: রোকন-উ-জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরমান কবীর নিলয়, স্বেচ্ছাসেবলীগ সভাপতি মো: শফিকুল ইসলাম শাহীন, সম্পাদক মো: কবীর তালুকদার, তাঁতী লীগ সভাপতি টি.এম. জয়নাল আবেদীন, সম্পাদক মো: আসাদুজ্জামান খান সোহাগ, ওলামা লীগ সভাপতি মো: আবুল হাসেম, ভারপ্রাপ্ত সম্পাদক, ছাত্রলীগ সভাপতি রাহাত বিশ্বাস, সম্পাদক তানভীর আহমেদসহ ভ্রাতৃবৃত্ত সংগঠনের নেতৃবৃন্দ।