আটপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আটপাড়া প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়ায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে গতকাল রবিবার ২২ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও কোন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেননি। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৬, পুরুষ ভাইস চেয়ারম্যান ৬ ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জনের মাঝে সোমবার জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী মো: খায়রুল ইসলাম দলীয় প্রতীক নৌকা ও জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী তৌছিফুল ইসলাম দলীয় প্রতীক ধানের শীষ পেয়েছেন। অপর দিকে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সহ-সভাপতি মহিবুজ্জামান খান লিটন মোটরসাইকেল, আওয়ামী লীগ নেতা মো: হুমায়ুন কবীর লিটন ঘোড়া, অবসরপ্রাপ্ত জেলা সমবায় অফিসার হাজী মো: নজরুল ইসলাম দোয়াত কলম এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মোকাম্মেল হোসেন বাবু আনারস প্রতীক পেয়েছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: ফেরদৌস রানা আনজু বলেন, দলীয় বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা তা আমার জানা নেই।
ভাইস চেয়ারম্যান পুরুষ পদে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান খান নন্দন তালা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: জহিরুল ইসলাম খান হীরা চশমা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অমর কৃষ্ণ দেবনাথ টিয়া পাখি, সাবেক ছাত্র ও যুব নেতা আসাদুজ্জামান খান চন্দন টিউবওয়েল, মো: মুখুলেছুর রহমান একতেদা মাইক এবং সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মেহেদী হাসান চৌধুরী রেনু উড়োজাহাজ প্রতীক পেয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান মহিলা পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কবি আছমা আক্তার সঞ্চিতা হাঁস, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরীন সুলতানা ফুটবল, যুব মহিলা লীগের সভাপতি তানিয়া নাজনীন চৌধুরী রেখা প্রজাপতি এবং কেন্দ্রীয় যুব মহিলা লীগের নেত্রী আইরিন সুলতানা কলসী প্রতীক পেয়েছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।