নেত্রকোণায় উন্নয়ন বিষয়ক বিশেষ মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার সার্বিক উন্নয়ন সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভা রবিবার বিকেল ৪টায় জেলা সার্কিট হাউজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সংসদ সদস্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু জেলার সকল সরকারি দপ্তরের প্রধানদের নিয়ে এ মতবিনিময় সভা করেন।
সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক জিয়া আহমেদ সুমন। এতে সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রতিমন্ত্রী জেলায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিভিন্ন দপ্তরের প্রধানদের কাছ থেকে খোঁজ খবর নেন। পরে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যাপক গুরুত্বের সাথে মানসম্মত কাজ করার নির্দেশ প্রদান করেন। সেইসাথে কাজ সরকারের উন্নয়মূলক কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার দিক নির্দেশনা প্রদান করেন।
এ মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্্সী, অতিরিক্ত জেলা প্রশাসক সাবিহা সুলতানাসহ জেলার সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।