নেত্রকোণায় গৃহবধূ গণধর্ষণের অভিযোগে আটক-৩

বিশেষ প্রতিনিধি: আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের পশ্চিম মদনপুর গ্রামে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে তিনজনকে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ ।
লিখিত অভিযোগে জানা গেছে, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কান্দার গ্রামের জনৈক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে বৃহস্পতিবার নেত্রকোণা সদর উপজেলার পশ্চিম মদনপুর গ্রামের জিলন আক্তারের বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার গভীর রাতে ওই গ্রামের মৃত-ফুলু মেম্বারের ছেলে সাব্বির হোসেন (২০), আবুল মিয়ার ছেলে আকাশ মিয় া(১৮), মঞ্জিল মিয়ার ছেলে জিপন মিয়া(২০), মিরাজ আলীর ছেলে ফরিদ মিয়া (১৯), আবদুস সালামের ছেলে সালমান (১৮), মৃত আনহর আলীর ছেলে আসাদুল হক (২০), জামাল মিয়ার ছেলে জহিরুল ইসলাম (২০)সহ ৮-১০ জন যুবক ওই বাড়িতে গিয়ে হামলা চালায়।
ওইসময় গৃহবধূর স্বামীকে মারধর করে গৃহবধূকে উঠিয়ে নিয়ে গ্রামে একটি জঙ্গলে তার ওপর অমানষিক নির্যাতন চালায় এবং পালাক্রমে ধর্ষণ করে। আত্মীয় স্বজন শুক্রবার সকালে আহত গৃহবধূকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে নেত্রকোণা মডেল থানা পুলিশ অভিযুক্ত সালমান, আকাশ ও রফিকুল ইসলামকে আটক করেছে।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ ফখরুজ্জামান জুয়েল শনিবার ঘটনাস্থল পরিদশন করেছেন।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তাজুল ইসলাম খান গৃহবধূ ধর্ষণের কথা শুনেছি। ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপানে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।