কলমাকান্দায় বাল্য বিয়ের আয়োজন করায় অভিভাবক সহ কাজীকে জড়িমানা

বিশেষ প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় বাল্য বিয়ের আয়োজন করায় উভয় পক্ষের অভিভাবক সহ বাল্য বিয়ের আসরে উপস্থিত থাকায় কাজীকে জড়িমানা করেছে উপজেলা প্রশাসন।
কলমাকান্দা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১টার দিকে বরুয়াকোনা চিকনটুপ গ্রামের বজলু শেখের ৮ম শ্রেনি পড়ুয়া মেয়ের সাথে একই উপজেলার চান্দুয়াইল (কান্দাপাড়া) গ্রামের ইসমাইল হোসেন এর ছেলের সাথে বাল্যবিবাহ আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মেয়ের মাকে ৩০,০০০ টাকা ছেলের দাদাকে ৫০,০০০ টাকা কাজী বিয়ে পড়ানোর উদ্যোগ গ্রহন করায় ২০,০০০ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, অষ্টম শ্রেণীর ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেছি।রাতে গোপনে আয়োজন করায় কাজী সহ উভয় পক্ষকে জরিমানা করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।