কলমাকান্দায় হতদরিদ্রের ১২৩ বস্তা চাল জব্দ

বিশেষ  প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দায় হতদরিদ্রদের ১২৩ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে কলমাকান্দা উপজেলার খেয়াঘাট এলাকার শাহ্ আলম নামে এক ডিলারের দোকানঘর থেকে চালগুলো জব্দ করে উপজেলা প্রশাসন।কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম এঘটনা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে চালের বস্তাগুলো জব্দ করা হয়েছে। খাদ্য বান্ধব কর্মসূচি সরকারি মনোগ্রামযুক্ত বস্তার চালগুলো প্লাস্টিকের বস্তায় মজুদ করা হয়েছিল।

এরমধ্যে ৩৩ বস্তা চাল পাটের সরকারি মনোগ্রামযুক্ত বস্তা ও প্লাস্টিকের ৯০ বস্তা চাল জব্দ করা হয়। অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে তিনি পুলিশকে চালগুলো জব্দের নির্দেশ দিয়েছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।