আটপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত-২৫

আটপাড়া প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়ায় বুধবার সকালে মদন থেকে ঢাকাগামী যাত্রীবাহী ঢাকা মেট্রো-ব-১৪-১৫৬৭ শাহজালাল এন্টারপ্রাইজের একটি বাস নিয়ন্ত্রয় হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় মদন এলাকার মাহফুজুর রহমানের মেয়ে নাদিয়া আক্তার(১৮) ও মদন উপজেলার চাঁনগাও গ্রামের আশরাফুল আলামের মেয়ে জোৎস্না আক্তার (২০) গুরুত্বর আহত হয়। তাদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা নিয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাসটি সকাল সাড়ে আটটার দিকে মদন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে অভয়পাশা (শ্রীপুর) পৌঁছা মাত্রই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় বাসে থাকা ২৫ জন যাত্রী গুরুতর আহত হয়। ঘটনার সংবাদ পেয়ে আটপাড়া থানার অফিসার ইনচার্জ মো: আলী হোসেন পিপিএম সঙ্গীয় ফোর্স ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় যাত্রীদের উর্দ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) মোঃ শাহজাহান মিয়া জানান, এঘটনায় কেউ নিহত হয়নি। সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠিয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।