ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নেত্রকোণা সদরের তাজুল ইসলাম

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট মাসের মাসিক অপরাধ সভা বুধবার অনুষ্ঠিত হয়েছে। এতে আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা ও কর্মক্ষেত্রে সাফল্যের মূল্যায়ন করা হয়। সভায় রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত নেত্রকোণা সদর মডেল থানায় কর্মরত তাজুল ইসলাম ।
ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি বিপিএম এঁর সভাপতিত্বে অপরাধ সভায় আগস্ট মাসের শ্রেষ্ঠত্বের ভিত্তিতে এগারোটি ক্যাটাগরিতে পুরষ্কার প্রদান করা হয়। রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার হিসেবে ময়মনসিংহের পুলিশ সুপার শাহ আবিদ হোসেন বিপিএম (বার) । জুলাই মাসের শ্রেষ্ঠ পুলিশ সুপার, রেঞ্জ অফিস ময়মনসিংহে কর্মরত সৈয়দ হারুন অর রশীদ। (জুলাই মাসের অপরাধ সভায় পুরস্কার প্রাপ্ত) শ্রেষ্ঠ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী(গৌরীপুর সার্কেল)ময়মনসিংহ। শ্রেষ্ঠ সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী,স্টাফ অফিসার টু ডিআইজি, রেঞ্জ অফিস, ময়মনসিংহ । শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক মোহাম্মদ তাজুল ইসলাম, অফিসার ইনচার্জ, নেত্রকোণা মডেল থানা।শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক(ডিবি) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম(বার), অফিসার ইনচার্জ, ডিবি, ময়মনসিংহ ।শ্রেষ্ঠ এস আই মোঃ রাসেল মিয়া,রেঞ্জ অফিস, ময়মনসিংহ ।শ্রেষ্ঠ এসআই মোঃ ফরহাদ আলী, দেওয়ানগঞ্জ থানা, জামালপুর । শ্রেষ্ঠ মাদক দ্রব্য উদ্ধার কারী অফিসার এসআই /মোঃ আক্রাম হোসেন, ডিবি, ময়মনসিংহ।শ্রেষ্ঠ ওয়ারেন্ট নিষ্পত্তি কারী অফিসার এসআই/মোঃ আঃ ওয়ারেস, নালিতাবাড়ী থানা,শেরপুর। শ্রেষ্ঠ এএসআই দেবাশীষ চক্রবর্তী, রেঞ্জ অফিস, ময়মনসিংহ।শ্রেষ্ঠ চৌকিদার / মোঃ আঃ মোতালেব, ২ নং নকলা ইউনিয়ন, নকলা থানা, শেরপুর পুরস্কার গ্রহণ করেছেন।

উক্ত সভায় পুলিশ সুপার জামালপুর মোঃ দেলোয়ার হোসেন বিপিএম,পিপিএম(বার), পুলিশ সুপার নেত্রকোণা মোঃ আকবর আলী মুনসী, পুলিশ সুপার শেরপুর কাজী আশরাফুল আজীম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ) এ.কে.এম মনিরুল ইসলাম,রেঞ্জ অফিস,ময়মনসিংহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপস এন্ড ইন্টেল:) মোহাম্মদ শফিউল ইসলাম,রেঞ্জ অফিস, ময়মনসিংহ,অন্যান্য ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপারগণ ও রেঞ্জ অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।