
মাসুম আহম্মেদ, মোহনগঞ্জ থেকে: এক সৎ এমপি রেবেকা মমিন। নেত্রকোণা-৪ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে তিন বার এমপি নির্বাচিত হয়েছেন। নেত্রকোণা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের অভিভাবক হিসেবে যিনি পেয়েছে হাওর মাতা নামে পরিচিতি। টানা ১১ বছর এমপি হিসেবে দায়িত্ব পালন কালে তার সম্পদের পরিমান বাড়েনি। বিভিন্ন সামাজিক, শিক্ষা ও ধর্মিয় প্রতিষ্ঠানে নিজের সম্পদ দান করে কমছে বহুগুণ। দানবীর মরহুম আব্দুল আজিজ খান সাহেবের পুত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রী পরিষদের সদস্য মরহুম আব্দুল মমিনের সহর্ধমিণী তিনি। এ ব্যাপারে রেবেকো মমিন বলেন, আমার কোন চাওয়া নেই, আমার সাধারণ জীবন যাপনের জন্য আমার শ্বশুর যা সম্পদ রেখে গেছেন তা দিয়েই আমাদের চলে। তার থেকে আমি এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজনে দান করে দিচ্ছি। তাই আমদের সম্পদ দিনদিন কমছে। এতে আমাদের জীবন যাপনে কোন সমস্যা হচ্ছে না। সরকার আমাকে যে বেতন দেয় তা দিয়েই হয়। অনেক এমপি আছে লোন নিয়েছে ,দামি গাড়ী দিয়ে চলছে লোন পরিশোধের জন্য ব্যাংক থেকে চিঠি আসতেছে। আমার দামি গাড়ী, দামি শাড়ি কোনটারই প্রয়োজন নাই। আমার শ্বশুর দান করেছে, আমি করছি, আমার মেয়েও দান করছে। রবিবার উপজেলার রফিকুল ইসলাম নামে এক মুক্তিযোদ্ধা জানান, রেবেকা মমিনের নামের পাশে কোন ধরনের দুর্নীতির অভিযোগ নেই। নিজস্ব সম্পদ থেকে মুক্তিযুদ্ধা কমপ্লেক্স, সাবরেজিস্ট্রি অফিস ভবন ও মসজিদের জন্য ১ একর জমি সরকারকে দান করেছেন, যার কাজ চলমান রয়েছে। মমিন স্মৃতি পরিষদের সাধালণ সম্পাদক বিমলচন্দ্র পাল বলেন, উপজেলার স্বনামধন্য পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, মোহনগঞ্জ সরকারী কলেজ সহ অসংখ্য প্রতিষ্ঠানে জমিদান করেগেছেন রেবেকা মমিনের শ্বশুর মরহুম আব্দুল আজিজ খান সাহেব। বর্তমানে মোহনগঞ্জ রেবেকা মমিন এমপি মোহনগঞ্জের উন্নয়নে তার নিজ জমি র্নিদিধায় দান করে যাচ্ছেন ।