
মোহনগঞ্জ প্রতিনিধি: নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা সোমবার দুপুরে কলেজ রোডস্থ স্বাবলম্বী উন্নয়ন সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। দিলোয়ারা আফরোজের সভাপতিত্বে ও হারুনুর রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা শান্তা আকন্দ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বvলম্বীর শাখা ব্যাবস্থাপক শফিকুর রহমান খান পাঠান, সাংবাদিক মেহেদী ইকবাল, ইউনিয়ন ফ্যাসিলেটর স্বপ্না চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৪টি ইউনিয়নের তৃণমূল নারী সমাজকর্মীগণ, কিশোর কিশোরী সংগঠন, শিক্ষক ও সুধী সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যক্রমের সমাপ্তি হয়।