নেত্রকোণায় মোটরসাইকেল চুরির সময় চোর আটক

 সৌমিন খেলন : নেত্রকোণা পৌর শহর থেকে তালা ভেঙে মোটরসাইকেল চুরির সময় রফিক শাহ্ নামে চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার  বেলা ১১ টার সময় জয়ের বাজার থেকে তাকে আটক করা হয়। চোর রফিক কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার নারান্দি গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে। চুরির ঘটনায় চোরকে আটকের পাশাপাশি ডিসকভার ১০০ সিসি মডেলের মোটরসাইকেলটি জব্দ করা হয়। তবে আটক চোরের অপর সাথী বাচ্চু মিয়া পালিয়ে যান। বাচ্চু নেত্রকোণার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ গ্রামের বাসিন্দা। নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহ্জাহান মিয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সদরের আসদআটি গ্রামের মানিক মিয়া তার মোটরসাইকেলটির পার্কিং করে জয়ের বাজারে ঢুকেন। এ সুযোগে চোর চক্রের সদস্যরা মোটরসাইকেলটির তালা ভেঙে ফেলে। পরে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় টের পেয়ে পুলিশ সদস্যরা রফিককে আটক করেন। অপরদিকে চোর চক্রের অপর সদস্য বাচ্চু পালিয়ে যেতে সক্ষম হয়। রফিককে একটি চোর চক্র ঢাকার গাজীপুর থেকে নেত্রকোণায় মোটরসাইকেল চুরির জন্য ভাড়া করে এনেছে। জিজ্ঞাসাবাদে আরও বিস্তারিত জানা যাবে। আটকসহ পালিয়ে যাওয়া চোর চক্রের প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।