কেন্দুয়ায় চর্চা সাহিত্য আড্ডার সাপ্তাহিক আসর

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সাহিত্য সংস্কৃতিবিষয়ক সংগঠন চর্চা সাহিত্য আড্ডার সাপ্তাহিক আসর শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ আসর অনুষ্ঠিত হয়।
গীতিকবি শেখ মুহাম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে ও চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী রহমান জীবনের পরিচালনায় আসরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, কবি সাইফ সিরাজ, কবি-সাংবাদিক আয়নাল হক, সাহিত্যকর্মী শিক্ষিকা আফজালুন্নেসা রুমী ও আল আমিন।এর আগে আসরে সুরে সুরে গীতি কবিতা পরিবেশন করেন, শেখ মুহাম্মদ শহীদুল্লাহ ও আশরাফুল আলম স্বদেশী এবং কবিতা পাঠ করেন, কবি সাইফ সিরাজ, কবি আয়নাল হক, কবি বিপুল জামান লিখন, কেন্দুয়া সরকারি কলেজের শিক্ষার্থী নামিরা হক বৃষ্টি, কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী শাহানা ইসলাম চৈতী। আসরে কেন্দুয়া সরকারি কলেজের শিক্ষার্থী সজীব দাস, সামু আহমেদ ও সাজিউড়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী বিজয় দেবনাথসহ অন্যরা উপস্থিত ছিলেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।