কলমাকান্দায় বাল্য বিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোণার কলমাকান্দা সদর ইউনিয়নের নাগনিচারিকুমপাড়া গ্রামে এক ছাত্রীর বিয়ের আয়োজন করেছিল তাদের পরিবার। ওই ছাত্রীর বিয়ের প্রাপ্ত বয়স হয় নাই। খবর পেয়ে উপজেলা প্রশাসন বাল্যবিয়ের হাত থেকে ওই ছাত্রীকে রক্ষা করে। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন ও ছাত্রীর অভিভাবকের কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করে ।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ওই মেয়েটি নাগনিচারিকুমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৮ সালে শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৪.১৭ পেয়ে পাশ করেছে। বর্তমানে সে হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। জন্ম সনদ অনুযায়ী তার বয়স ১৩ বছর। শুক্রবার বিকেলে তার বিয়ের কথা ছিল। ওই ছাত্রীটির বর ছিলেন রংছাতি ইউনিয়নের সন্নাসীপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে আব্দুল মজিদ। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীমকে নিয়ে ওই মেয়ের বাড়িতে যান। পরে তাঁদের হস্তক্ষেপে বিয়েটি বন্ধ করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন ওই ছাত্রীর অভিভাবকে দশ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, ‘ওই ছাত্রীর পরিবারকে বাল্যবিয়ের কুফল সমন্ধে বুঝিয়ে বিয়ে বন্ধ করা হয়েছে এবং বাল্যবিবাহ সম্পন্ন করার উদ্যোগ নেয়ায় মেয়ের অভিভাবককে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর অধীন মোবাইল কোর্ট পরিচালনা করে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।