নেত্রকোণায় ডেংগু প্রতিরোধে সচেতনতা সভা ও পরিচ্ছন্নতা অভিযান

বিশেষ প্রতিনিধি: ডেংগু প্রতিরোধে তৃণমূল মানুষকে সচেতন করার জন্য সচেতনতা সভা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠত হয়েছে। স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও পিকেএসএফ’র যৌথ সহায়তায় গত ১১ সেপ্টেম্বর ২০১৯ নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ময়মনসিংহ রুহী নতুন বাজারে সচেতনতা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা সদরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) বুলবুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। উপস্থিত ছিলেন প্রবীন কমিটির সভাপতি আব্দুল জজ খান, বাজার কমিটির সভাপতি হামিদুর রহমান, ময়মনসিংহ রুহী আইডিয়েল স্কুলের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, সংরক্ষিত আসনের মহিলা মেম্বার নাজমা আক্তার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির ফোকাল পার্সন ও সহকারি কর্মসূচি পরিচালক মো: আলী আহসান সুমন। আলোচনা সভার পর উপস্থিত অতিথিগণ পরিস্কার পরিচ্ছন্নতায় অংশ নেন এবং ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন প্রদান করেন। এতে এলাকার কিশোর-কিশোরী ক্লাবের সদস্যবৃন্দ, স্কুল ফোরামের সদস্যবৃন্দ, বাজার কমিটির সদস্যবৃন্দ ও সচেতন যুব সমাজ অংশ নেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।