
কেন্দুয়া প্রতিনিধি: পবিত্র আশুরা উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দুদিনব্যাপী বিষাদ জারি গানের আসর অনুষ্ঠিত হয়েছে। বিষাদ জারিগানের এ আসর দেখতে দূর-দূরান্তসহ এলাকার শত শত লোকজন ছুটে আসেন। এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে কোরআন তেলাওয়াত, জিকির-আসকার, তাজিয়া মিছিল ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ও সোমবার (৯ সেপ্টেম্বর) দুদিনব্যাপী কেন্দুয়া উপজেলার জুড়াইল গ্রামের হুসাইন মোকাম প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করেন ইমাম হাসান (রা.) এবং ইমাম হুসাইন (রা.) এর ভক্তরা। এ বিষয়ে আয়োজক আব্দুল হাই বয়াতী, মোঃ শিপন আহমেদ, বয়াতী সোহরাব হোসেন, খাদেম হাজেরা আক্তার ও জুড়াইল গ্রামের বাসিন্দা মো: ওমর ফারুক ছোটনের সাথে কথা হলে তারা জানান, প্রায় আড়াইশ বছর ধরে বংশ পরম্বরায় প্রতি বছর মহররমের নয় ও দশ তারিখ দুদিনব্যাপী পবিত্র আশুরা উদযাপন করে আসছেন এবং বিষাদ জারিগানের আসরের মাধ্যমে কারবালার সেই হৃদয়বিদারক ঘটনা প্রচার করে আসছেন বলেও জানান তারা।