
বিশেষ প্রতিনিধি: ‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে নেত্রকোনায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে জেল প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র উদ্যোগে রবিবার সকাল ১০টায় স্থানীয় পাবলিক হল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক মঈনউল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওবায়দুল্লাহ, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র উপ পরিচালক রহুল আমিন প্রমুখ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।