
আটপাড়া প্রতিনিধি: আটপাড়ায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কর্তৃক বর্ধিত সভায় ১১ জন প্রার্থীর নামের তালিকা সভাপতি-সম্পদের যৌথ স্বাক্ষরে কেন্দ্রে প্রেরণ করা হয়। গতকাল শনিবার কেন্দ্রীয় মনোনয়ন সিদ্ধান্ত বোর্ড ১১ জনের মধ্যে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি হাজী মো: খায়রুল ইসলামকে দলীয় ভাবে নৌকার মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়। বর্তমান চেয়ারম্যান পুনঃরায় নৌকার মনোনীত প্রার্থী হওয়ায় আটপাড়া উপজেলায় সর্বত্রই আনন্দ জোয়ার বয়ে চলছে। এরই প্রেক্ষিতে রবিবার বিকালে উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের যৌথ আয়োজনে বিরাট আনন্দ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খেলার মাঠে শেষ হয়। মিছিল শেষে অংশগ্রহণকারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।