ত্রিশাল থেকে মুক্তাগাছা বিআরটিসি দোতলা বাস সার্ভিসের উদ্বোধন

দেলোয়ার হোসেন,ময়মনসিংহ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চলতি অর্থবছরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক যোগাযোগসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে একশ’ কোটি টাকা ব্যয় করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ রুহুল আমিন মাদানী এমপি।
ত্রিশাল থেকে ময়মনসিংহ হয়ে মুক্তাগাছায় রুটে বিআরটিসি দোতলা বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন জন সাধারনের দুর্ভোগ লাগবে এই রুটে ২০টি দোতলা বাস চলাচল করবে এজন্য ত্রিশাল থেকে ময়মনসিংহ মাত্র ১৫ টাকায় যাতায়ত করতে পারবে।
এ উপলক্ষে নজরুল অডিটরিয়ামের সামনে আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্মমন্ত্রনায় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এম.পি। বিআরটিসি ময়মনসিংহ ডিপোর আয়োজনে উদ্ধোধনী অনুষ্ঠানে পৌরসভার প্যানেল মেয়র-১ আজহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল জাকির, অফিসার ইনচার্জ আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল হামিদ, আলহাজ¦ আবুল কালাম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মতিউর রহমান চানু, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোকসেদুল আমিন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, বিআরটিসি ময়মনসিংহ ডিপোর ম্যানেজার লুৎফুর রহমান, কৃষকলীগের সাবেক সাধারন সম্পাদক সফির উদ্দিন শেখ, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান শহীদ সোহেল প্রমূখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।