ময়মনসিংহ জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন এর যৌথ উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন এর যৌথ উদ্যোগে চলছে এই অভিযান।

 আজ মঙ্গলবার দুপুরে শহরের মেছুয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় ফুটপথ দখল মুক্ত ও অবৈধ স্থাপনা বুলডুজার দিয়ে গুরিয়ে দেয়া হয়। অর্ধশতাধিক দোকানের সামনে অবৈধ অংশ ভেঙ্গে ফেলা হয়। উচ্ছেদ করা হয় ভাসমান দোকানপাট।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঈদুল ইসলাম জানান, এর আগে ৭ দিনের সময় দেয়া হয়েছিলো তবে ব্যবসায়ীরা তা মানেননি, তাই এই উচ্ছেদ অভিযান। সাধারণ মানুষের চলাচলে

যেন বিঘ্ন না ঘটে ও শহরকে জানজট মুক্ত করতে উচ্ছেদ অভিযান লাগাতার চলবে।

এসময় উপস্থিত ছিলেন- মসিকের স্যানিটারি ইন্সপেক্টর দীপক মজুমদার, বজ্য ব্যবস্থাপনা কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।