মোহনগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের বীজ সার বিতরণ

মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জে সোমবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রনোদনা আওতায় মাসকালাই বীজ ও সার,পুর্নবাসন কর্মসূচীর আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে রোপা আমনের চারা বিতরণ করা হয়।
এতে প্রধান অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল। উপজেলা হলরুমে অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুল হানান রতন, কামরুল হাসান ইমতিয়াজ প্রমুখ।
জানা গেছে, প্রনোদনা কর্মসূচীর আওতায় ১০০জন কৃষককে জনপ্রতি কেজি মাসকাইবীজ ১ কেজি ডিএপি/এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়। অপরদিকে ১৮০জন কৃষককে বিনা ও ব্রিধানের চারা বিতরণ করা হয়। পরে পাটচাষী সমিতিকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি বিভাগের কর্মকতা মোঃ দুলা মিয়া।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।