নেত্রকোণাকে পলিথিন মুক্ত করতে র‍্যালী আলোচনা

বিশেষ প্রতিনিধি: পলিথিন শপিং ব্যাগ ও পলিথিন সামগ্রী উৎপাদন, আমদানী, বাজারজাতকরণসহ ব্যবহার বন্ধ করণের লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী র‍্যালী ও জনসচেতনতামূলক সভা নেত্রকোণায় অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যাগে রোববার সকাল সাড়ে ১০টায় জেলা পাবলিক হলের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের ছোট্রবাজারস্থ মেছুয়া বাজারে গিয়ে শেষ হয়।

র‍্যালীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফখরুজ্জামান জুয়েল, জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারী গণ।

এর আগে জেলা পাবলিক হলের সামনে জনসচেতনতামূলক এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। এসময় তিনি জানান,ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমশিনারের বিশেষ উদ্যোগ। ময়মনসিংহের চার জেলাকে পলিথিন মুক্ত করা। তিনি আরো বলেন, নেত্রকোণাবাসী যেনো পরিবেশের জন্য ক্ষতিকর এই পলিথিনকে বর্জন করে। পলিথিন বন্ধে হাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। শপিং ব্যাগ, পলিথিন সামগ্রী উৎপাদন ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধের জন্য সকলের প্রতি নির্দেশও প্রদান করেন তিনি।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।