প্রেমের টানে মেহেরপুর থেকে কেন্দুয়ায় প্রেমিকা: পালিয়েছে প্রেমিক

বিশেষ প্রতিনিধি: প্রেমিকা প্রেমের টানে প্রেমিকের বাড়ি নেত্রকোণায় এসে অবস্থান নিলেও প্রেমিক পালিয়ে গেছে আগমনের খবর পেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর জেলার গাংনী উপজেলার কসবা গ্রামের রজব আলীর কলেজ পড়ুয়া মেয়ে হীরা খাতুন (২২)।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পরিচয় হয় নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের আব্দুল্লাহর ছেলে রাজুুু খানের (২৬) পরিচয় হয়।এরই সূত্র ধরে তাদের মধ্যে বিশেষ আন্তরিকতা তৈরি হয়। একপযার্য়ে উভয়েই কোর্টের মাধ্যমে বিয়েও করে।

এ অবস্থায় চলার পর তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে প্রেমিক রাজু প্রেমিকাকে এড়িয়ে চলতে শুরু করে এবং বিয়েও অস্বীকার যায়।
এক পর্যায়ে নিরুপায় হয়ে ওই প্রেমিকা হীরা খাতুন শনিবার (৩১অাগস্ট) এসে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়।

বিষয়টি কেন্দুয়া থানা অবহিত হলে প্রেমিকাকে থানায় আসতে বলা হয়। বর্তমানে ওই প্রেমিকা থানায় রয়েছেন।

এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান রাত দশটার দিকে জানান, ফেইসবুকে পরিচয়ের সূত্র ধরে দুজনের পরিচয় হয়। ঢাকার কল্যাণপুরে একটি হোটেলে থেকে ওই ছেলেকে বিয়ে করেছে বলে জানিয়েছে। ছেলে পলাতক রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।