বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ: ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. লৎফুল হাসান বলেছেন, বঙ্গবন্ধুকে খুঁজতে হলে গ্রামবাংলার কৃষকদের স্ববলম্বী করতে হবে। এজন্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে কৃষকদের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আজ বুধবার দুপুরে বাকৃবি খামার ব্যবস্থাপনা শাখার উদ্যোগে সদর উপজেলার বন্যা পরবর্তী পূর্ণবাসনের আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ কর্মসুচীর উদ্বোধনকালে তিনি একথা বলেন।

বাকৃবির প্রো-ভিসি প্রফেসর ড. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আবু হাদী নূর আলী খান, প্রফেসর ড. মো. আব্দুল আলীম, প্রফেসর ড. এস এম বুলবুল, প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃষক-কৃষানীদের হাতে আমন ধানের চারা তুলে দেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।