পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি আরিফ সম্পাদক জায়েজুল

পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোণা পূর্বধলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে ক্লাবের বিদায়ী সভাপতি মো. শফিকুল আলম শাহীনের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে আজকের আরাবান ডটকমের প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান মাসুমকে সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. জায়েজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন, দৈনিক ইকরা ডটকমের প্রকাশক ও সম্পাদক মো. শফিকুজ্জামান শফিক সহ-সভাপতি, পূর্বধলার দর্পন ডটকমের প্রকাশক ও সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার যুগ্ম সম্মাদক, দৈনিক আজকের খবর পত্রিকার পূর্বধলা প্রতিনিধি ডা. মো. শহিদুল্লাহ অর্থ সম্পাদক, পূর্বকন্ঠ ডটকমের ব্যবস্থাপনা সম্পাদক ও দৈনিক সবুজ পত্রিকার পূর্বধলা প্রতিনিধি মো. শহিদুল আলম মামুন সাহিত্য সম্পাদক, দৈনিক পূর্বময় ডটকমের প্রকাশ-সম্পাদক ও আজকের বাংলাদেশ পত্রিকার পূর্বধলা প্রতিনিধি শাখাওয়াত হোসেন শিমুল ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক। এছাড়া অন্যদেরকে কার্যকরী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।