দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা পূজা উদযাপন কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যদিয়ে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার দুপুরে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল কৃষ্ণ পূজা, গীতা পাঠ শেষে উপজেলার বিভিন্ন এলাকা হতে আগত সনাতন ধর্মালম্বীদের অংশগ্রহনে শ্রীশ্রী দশভূজা মন্দির থেকে মঙ্গলশোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মন্দির মিলনায়তনে উপজেলা পূঁজা উদ্যাপন পরিষদের আহবায়ক এডভোকেট মানেশ চন্দ্র সাহার সভাপতিত্বে শ্রী কৃষ্ণের জীবনীর উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌর আরা ঝুমা তালুকদার। অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, সাবেক পৌর মেয়র শুভেন্দু সরকার পিন্টু, প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ, পুলিশ প্রশাসন, স্বামী বিবেকানন্দ শিক্ষা সংস্কৃতি সংগঠন, ইসকন দুর্গাপুর শাখা, কানিয়াইল হরিনাম সংঘ, সাধুপাড়া লোকনাথ মন্দির, দশভূজা মন্দির, হিন্দু, বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ সহ দুর্গাপুর বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ একটি ধর্ম সম্প্রীতির দেশ। বর্তমান সরকার এই দেশের সকল ধর্মের মানুষদের মিলন মেলায় পরিনত করেছে বিধায় সকল ধর্মের আচার-অনুষ্ঠান গুলো সকলেই শতস্ফুর্তভাবে অংশ্র গ্রহন করে। এই মেল বন্ধনকে ধরে রাখতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। আলোচনা শেষে স্থানীয় কীত্তনীয়া দলের লীলা কীর্তন পরিবেশন শেষে ভক্তবৃন্দের মাঝে মহা প্রসাদ বিতরন করা হয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।