
নাটোর প্রতিনিধি: নওগাঁয় ৬৫০ লিটার চোরাই ট্রেনের জ্বালানী তেলসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার ভোররাতে শাহাগোলা রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে তেল জব্দসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, শাহাগোলা মন্ডলপাড়া এলাকার দুলাল মন্ডল, শাহাগোলা উত্তরপাড়ার মোখলেছুর রহমান এবং দক্ষিণপাড়ার রহিদুল মিয়া।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। এসময় তিনটি ড্রামে মজুদ করা ৬৫০ লিটার চোরাই ট্রেনের জ্বালানী তেল জব্দ করা সহ তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজন ট্রেনের তেল চুরির কথা স্বীকার করে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।