
খালিয়াজুরী প্রতিনিধি: ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে খালিয়াজুরীতে বর্ণাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে শুক্রবার (২৩ আগস্ট) সকালে উপজেলার শ্রী শ্রী হরি মন্দির থেকে বের হওয়া শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়াক প্রদক্ষিণ করে।শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী সকল শ্রেনী পেশার নারী- পুরুষ ও শিশু অংশ নেয়।পরে উপজেলা হরি মন্দিরে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খালিয়াজুরী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুমন চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তারা প্রসন্ন দেব রায়,সাধারণ সম্পাদক অজিত কুমার দাস,খালিয়াজুরী থানার এস আই বশির উদ্দিন প্রমুখ।।