নেত্রকোণায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় আনন্দের সাথে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে শ্রীকৃষ্ণের সার্বজনীন জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শহরের নরসিংহজিউর আখড়া প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে গিয়ে শেষ হয়।
এর আগে নরসিংহজিউর আখড়া প্রাঙ্গণে উদযাপন পরিষদের সভাপতি সুব্রত ঘোষের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, সাংসদ হাবিবা রহমান খান, জেলা প্রশাসক মঈনউল ইসলাম,জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম, নেত্রকোণা পৌর মেয়র নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান তফসির উদ্দিন খান, জেলা হিন্দু বৌদ্ধ  খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সিতাংশু বিকাশ আচার্য্য,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মঙ্গল সাহা, সাবেক সভাপতি নির্মল কুমার দাস, উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল সরকারসহ স্থানীয় ধর্মীয় নেতারা। পরে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

 

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।