মদনে চাচা-ভাতিজা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মদন প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ নেত্রকোণা জেলা রমদন উপজেলার চানগাঁও শাহাপুর ঐতিহ্যবাহী তালুকদার বাড়ীর চাচা-ভাতিজার চারদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার সম্পন্ন হয়েছে। গত শনিবার দাবা খেলা দিয়ে শুরু হয়ে মঙ্গলবার চাচা বনাম ভাতিজা ফুটবল টুর্নামেন্ট দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়।

দাবা প্রতিযোগিতায় ১৬ জন অংশ গ্রহণ করলে ফাইনাল খেলায় শফিউল সালাম তালুকদার-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে বিজয়ের হাসিটা হেসেছেন মিজানুর রহমান তালুকদার টিপু।

ক্যারাম প্রতিযোগিতায় ২৪টি দল অংশ গ্রহন করলেও সবাইকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোঃ রফিকুল ইসলাম তালুকদার ও রিপন তালুকদার।

হা-ডু-ডু খেলায় জাকারিয়া তালুকদার এর দলকে হারিয়ে মশিউর রহমান তালুকদার রাসেল এর দল বিজয়ের পতাকা উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

আজ মঙ্গলবার সর্বশেষ সকলের সেরা আকর্ষন চাচা বনাম ভাতিজা দলের ফুটবল খেলায় চাচা দলের অধিনায়ক জয়নাল আবেদীন তালুকদার জয় এর নেতৃত্বে উভয় দল জাতীয় সঙ্গীত এর মাধ্যমে ফুটবল খেলা শুরু করে। ৯০ মিনিটের খেলায় ফলাফল নির্ধারিত না হওয়ায় পরবর্তী ১০ মিনিটের ফলাফল চাচা-২, ভাতিজা-১।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মদন উপজেলার আলোড়ন সৃষ্টিকারী ৯৬ ব্যাচ এর সভাপতি, সম্পাদকসহ সকল সদস্য বৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগণ। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে বিজয়ী পুরস্কার এবং সকল খেলায় অংশ গ্রহণকারী খেলোয়াড়দের হাতে শান্তনা পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে এবং আগামী ২০২০ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সময় সূচি ঘোষণা করে চানগাঁও শাহাপুর ঐতিহ্যবাহী তালুকদার বাড়ীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ ইং এর সমাপ্তি ঘোষনা করা হয়। উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সার্বিক পরিচালনায় ছিলেন- জয়নাল আবেদীন তালুকদার জয়।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।