
বিশেষ প্রতিনিধি: র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-১৪ সোমবার রাতে নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অভিযান মোজাম্মেল হক (৪৩) নামক এক ভুয়া চক্ষু চিকিৎসককে আটক করে।
র্যাব-১৪ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার শোভন খান এক প্রেস ব্রিফিংয়ে জানান, কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের বহুলী গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মোজাম্মেল হক একজন চিকিৎসক না হয়েও চোখের বিশেষজ্ঞ ডাক্তারের সাইনবোর্ড লাগিয়ে দীর্ঘদিন যাবৎ রামপুর বাজারে সাইদুল ইসলামের ‘মায়ের দোয়া’ নামের ফার্মেসীতে বসে রোগী দেখা, রোগীদেরকে এন্টিবায়টিকসহ বিভিন্ন ধরণের ঔষুধ পত্রের ব্যবস্থাপত্র প্রদান করে আসছিলেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে র্যাবের একটি টিম রামপুর বাজারে মায়ের দোয়া ফার্মেসীতে অভিযান চালায়। এ সময় মোজাম্মেল হক ভূয়া ডাক্তার সেজে চোখের রোগী দেখছিলেন। তার কাছে ডাক্তারী করার প্রয়োজনীয় সার্টিফিকেট দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। ব্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, সে কোন সার্টিফিকেট ধারী চক্ষু চিকিৎসক নন। পরে ভূয়া চক্ষু চিকিৎসক মোজাম্মেল হককে ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতে বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিরিন সুলতানা মেডিকেল ও ডেন্টাল আইন অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে মোজাম্মেল হক জরিমানার টাকা পরিশোধ করে ছাড়া পান।