হাওরাঞ্চলে ঈদের ছুটিতে পর্যটকদের ভিড় দুর্ভোগ কমাতে পরামর্শ

বিশেষ প্রতিনিধি: পর্যটন সম্ভাবনার আকর্ষণীয় জনপদ হয়ে উঠছে নেত্রকোণার মদন-খালিয়াজুরী সড়কের বালই ব্রিজ। ঈদুল আজাহার ছুটিতে হাওর পাড়ের এ স্থানে পর্যটকদের পদচারণার চিত্র পাল্টে যাচ্ছে।প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভ্রমণ পিপাসু লোকজনের পদচারণায় মুখরিত হয়ে উঠছে হাওরাঞ্চলের এ জনপদটি।
বিশেষ করে সরকার হাওরবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে হেমন্তকালীন যাতায়াতের সুবিধার্থে ১০৪ কোটি টাকা ব্যয়ে ডুবন্ত সড়ক ও ব্রিজ নির্মাণ করায় এর প্রাকৃতিক সৌন্দর্য আরও বেড়ে গেছে।
বর্ষার জলরাশি হয়ে পড়ে সমুদ্রের মতো বিশাল। বোরো ধানের মাঠ-ঘাট সব পানিতে হয়ে যায় একাকার। তার ওপর ছোট ছোট দ্বীপের মতো এক একটি গ্রাম ভেসে থাকে। চারদিকে অতিথি পানি থৈ থৈ করে। জলমগ্ন থাকে পথঘাট মাঠ প্রান্তর সবকিছু। প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এ অঞ্চলে পূবালী হাওয়ায় প্রাণটাকে শান্ত করার জন্য দূর-দূরান্ত থেকে প্রতিদিন হাজার হাজার ভ্রমণ পিপাসু, শিশু, যুবক, যুবতি, বৃদ্ধ-বৃদ্ধা এখানে আসে। হাওরের বৈচিত্র লিলা-ভূমিতে বিচরণ করে, সাঁতার কাটে আর শীতল হাওয়া উপভোগ করে।
হাওরাঞ্চলে সপরিবারে ঘুরতে গিয়ে জহিরুল কবীর শাহীন সামাজিক মাধ্যমে কিছু পরামর্শ দেন ১) যেসব নৌকায় চেয়ার অথবা মানুষজন বসার ভাল ব্যবস্হা আছে শুধু সেগুলিকেই মানুষ পারাপারের অনুমতি দেন,অপরিচিত লোকজনকে গাদাগাদি করে উঠিয়ে বসার ব্যবস্থা করতে পারে না এবং প্রায়ই নৌকা ডুবির ঘটনা ঘটে থাকে। পারের ব্লকগুলি ভীষণ পিচ্ছিল যে কেউ পানিতে পরে হাত পা ভাঙ্গার অবস্থা হতে পারে।
২) নৌকা তীরে ভীরার ও যাওয়ার ঘাটের জন্য নির্ধারিত ২/৩ টি স্থান নির্বাচন করে দিন। এবং মানুষজন যাতে নির্বিঘেœ নামতে পারে তার জন্য কাঠের তৈরি মইয়ের ব্যবস্থা করা।.৩) নৌকার ভাড়া নির্দিষ্ট করে দেয়া।৪) ট্রলারে অবশ্যই লাইফ জ্যাকেট ও প্রয়োজনীয সরঞ্জামাদি ব্যবস্থা করা।
৫) কোথা গভীর ও অগভীর, কোথায় নদী এগুলো লিখে রাখা। ৬) পানিতে ভাসমান রেষ্ট্ররেন্টে ও অন্যন্য হোটেলে মানসম্মত খাবার ও জিনিসের সঠিক দাম নির্ধারণ। ৭) রাত অব্দী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত থাকা দরকার এবং নির্দিষ্ট সময় শেষে ফিরতে হবে এরকম কয়েকটি জায়গায় সময়সহ লিখে রাখা।৮) বখাটে দৌড়াত্ব কমানো। ৯) টয়লেটের সুব্যবস্থা ও।১০) স্পীড বোর্ডের ব্যবস্থা।
এসব বিষয়ে মদন থানার ওসি মোঃ রমিজুল হক জানান, ঈদ উপলক্ষ্যে এ অঞ্চলে দর্শানার্থীদের উপচেপড়া ভিড়। পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। লোকজন পানিতে সতর্ক থাকার জন্য পুলিশ বিভাগের অর্থায়নে ঘাটে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়া হয়েছে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালীউল হাসান জানান, উচিতপুর ট্রলার ঘাটে হাওর বিলাস নামে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু করা হয়েছে। এ নিয়ে জেলা পর্যায়ে হাওর বিলাস নামে একটি কমিটি গঠন করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।