
বিশেষ প্রতিনিধি: নবগঠিত নেত্রকোণা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটি বাতিলের দাবীতে রোববার দুপুরে জেলা প্রেসক্লাবে আহ্বায়ক কমিটির নামের তালিকায় অর্ন্তভূক্ত একাংশ সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য শামসুল আলম মারুফ, এস.এম. শফিকুল কাদের সুজা, অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর আলম খান মাসুদ, মোঃ সেলিকুর রহমান ফকির, মোঃ আনোয়ারুল হক ভূঁইয়া, মোঃ আমিনুল হক, সেলিম আহমেদ খান, জয়নাল আবেদীন তালুকদার, আব্দুল্লাহ্ আল মামুন খান রনি, মোঃ আব্দুল খালেক সহ অনেকেই।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক ডা. মোঃ আনোয়ারুল হক, সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী সহ যুগ্ম আহ্বায়ক ২/১ জন জেলার বাহিরে অবস্থান করেন, যেসকল বিএনপি’র নেতা-কর্মী নেত্রকোণায় স্থায়ীভাবে বসবাস করেন এবং যারা হামলা-মামলার স্বীকার হয়েছেন তাদের কে দিয়ে নতুন করে আবার আহ্বায়ক কমিটি দেয়ার দাবী জানান।