কেন্দুয়ায় বজ্রপাতে এক যুবক নিহত

কেন্দুয়া প্রতিনিধি : নেত্রকোণার কেন্দুয়ায় শনিবার সকাল দশটার দিকে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কেন্দুয়া নওপাড়া উপজেলার ইউনিয়নের কুতুবপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মনির হোসেন (২০) সকালে কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার সময় এ ঘটনা ঘটে।
কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান জানান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।