
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণায় নিজ ঘরের জানালার পাশ দিয়ে অপর ঘরে প্রবাহিত বিদ্যুৎ এর তারে জড়িয়ে আখি আক্তার নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার কান্দুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পরিবার ও এলাকাবাসী দ্রুত নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধুকে মৃত ঘোষণা করেন। আখি আক্তার কান্দুলিয়া গ্রামের যুবায়ের আলমের স্ত্রী। এ ব্যাপারে কান্দুলিয়া গ্রামের প্রতিবেশী আনোয়ার হোসেন জানান, ঘরের জানালা দিয়ে পল্লীবিদ্যুতের তার অন্য ঘরে প্রবাহিত করে। তারটি লিক থাকায় জানালার গ্রিল বিদ্যুৎতায়িত হয়। জানালাটি খুলতে গেলে যুবায়েরের স্ত্রী আহত হয়ে পড়েন। পরে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। নেত্রকোণা মডেল থানার ওসি মোঃ তাজুল ইসলাম জানান, এ ব্যাপারে অভিযোগ করে নি নিহতের স্বজনরা। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।