
বিশেষ প্রতিনিধি: নেত্রকোণা স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও হিউম্যান অ্যাপিল-ইউ.কে এর সহযোগিতায় ঈদুল আযহার দিনে “কুরবানী ২০১৯” শিরোনামে একটি কর্মসূচি বাস্তবায়ন করেছে।
নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ও আমতলা ইউনিয়নের ২০টি গ্রামে ৪১৫টি হত দরিদ্র পরিবারের মধ্যে প্রত্যেককে ৬কেজি করে কুরবানীর মাংস বিতরণ করা হয়।