
দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে সাহিত্যের ধারক জলসিঁড়ি পাঠকেন্দ্র এর আয়োজনে স্থানীয় কবি, সাহিত্যিক, সাংবাদিক, সমাজসেবী ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে এক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে জলসিঁড়ি পাঠকেন্দ্র মিলনায়তনে আয়োজিত আড্ডায় পাঠকেন্দ্রের সম্পাদক দীপক সরকার এর সঞ্চালনায় সমসাময়িক বিষয় ও সাহিত্য বিষয়ের নানা দিক তুলে ধরে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন মাসুদ খান। অন্যান্যদের মধ্যে আলোচনা করেন কবি লোকান্ত শাওন, সাংবাদিক মামুন রনবীর, সাংস্কৃতিক কর্মী দ্বীলিপ ঘোষ, আল আমীন খান, আব্দুল হালিম, খাইরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, একজন সাহিত্য প্রেমী যুবক কখনোই অসামাজিক কাজে যুক্ত থাকতে পারে না। বর্তমান সমাজ ব্যবস্থায় যুবকদের ভিন্নপথ থেকে ফিরিয়ে আনতে সাহিত্য চর্চার কোন বিকল্প নাই। পুঁথিগত বিদ্যা অর্জনের পাশাপাশি সকলকে সাহিত্য চর্চায় মনোনিবেশ হওয়ার আহবান জানানো হয়।