দুর্গাপুরে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত

দুর্গাপুর প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যেগে যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

কর্মসুচীর মধ্যে ছিল, উপজেলা চত্বর ও দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন, উপজেলার সর্বস্তরের অংশ গ্রহনে শোক র‌্যালি, গণভোজ, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে উপজেলা পনিষদ মিলনায়তনে আলোচনা সভায় ইউএনও ফারজানা খানম এর সভাপতিত্বে আলোচনা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, দুর্গাপুর সার্কেল এর সিনিয়র এএসপি সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সিনিয়র সহ:সভাপতি স্বপন সান্যাল, অফিসার ইনচার্জ (ভার:) মীর মাহাবুবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান প্রমুখ। এছাড়া কর্মরত শিক্ষক, সাংবাদিক, সরকারী সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীগন, উপজেলা শিল্পকলা একাডেমির প্রতিনিধি আলোচনা সভায় উপস্থিত ছিলেন। দুর্গাপুর উপজেলার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার এর আয়োজনে শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহ্ফিল ও গণভোজের আয়োজন করা হয়।

অন্যদিকে দুর্গাপুর চৌকি আদালত ও আইনজীবি সমিতির আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন ও র‌্যালি শেষে দুর্গাপুর চৌকি আদালত এর মিলনায়তনে সিনিঃ সহকারী জজ মোঃ জগলুল হক এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, সিনিঃ সহকারী জজ মোঃ আনোয়ার হোসেন, সিনিঃ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট স্বর্ণ কমল সেন, সিনি: আইনজীবি অরবিন্দ শেখর রায়, মানেশ চন্দ্র সাহা, শাহনেওয়াজ আকঞ্জি প্রমুখ।

দুর্গাপুর সিপিবি দলীয় কার্যালয়ে সিপিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুপক সরকার এর সঞ্চালনায় উপজেলা সভাপতি আলকাছ উদ্দিন মীর এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ দিবারোক সিংহ সহ উপজেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি আয়োজিত উপজেলার প্রতিরোধযোদ্ধাদের নিয়ে একাডেমি মিলনায়তনে একাডেমির পরিচালক শরদিন্দু সরকার স্বপন হাজং এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ এর সহ:সভাপতি পাভেল চৌধুরী, প্রতিরোধযোদ্ধা জীতেন্দ্র ভৌমিক, গিলবার্ট চিচাম, গোলাম রব্বানী, সুজিত দ্রং, নিরঞ্জন পন্ডিত প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দেশের সকল অপশক্তি রোধে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। দেশকে গড়ে তুলতে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা রক্ষায় সকলকে এক হয়ে কাজ করার আহবান জানান।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।