ময়মনসিংহে ডেঙ্গু আক্রান্ত কলেজ ছাত্রের মৃত্যু

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু জ্বরে এক রোগীর মৃত্যু হয়েছে। নিহতেরর নাম ফরহাদ আহমেদ (২০)। তিনি কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের স্নাতক ২ বর্ষের শিক্ষার্থী এবং কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়ি বাড়ি গ্রামের ফেরদৌস আহমেদের ছেলে।

হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার জানান, ফরহাদ আহমেদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনদিন কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে তার অবস্থার অবনতি হলে শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার। পরে রোববার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছে ২০১ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৭১ জনকে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে রিলিজ নিয়েছে ৭৭ জন রোগী।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।