কেন্দুয়ায় বিদ্যালয় প্রাঙ্গণে অবৈধ পশুর হাট!

কেন্দুয়া প্রতিনিধি: ঈদুল আজহা উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের জনতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবৈধ পশুর হাট বসানো হয়েছে। উপজেলা প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই স্থানীয় প্রভাবশালীরা এ হাট বসিয়েছেন বলে জানা গেছে। এতে বিদ্যালয় মাঠ জুড়ে পশুর বর্জ্য পড়ে থাকায় বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার দিনব্যাপী নিয়মবর্হিভূতভাবে জনতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পশুর হাট বসায় স্থানীয় প্রভাবশালীরা। বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ এলাকার সচেতন মহল পশুর হাট বসানোর বিরোধিতা করলেও একপর্যায়ে অনেকটা গায়ের জোরেই বিদ্যালয় প্রাঙ্গণেই ওই হাট বসায় স্থানীয় প্রভাবশালী ইজারাদাররা। আজ (১১ আগস্ট) রবিবার শেষ দিনেও জনতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অবৈধ পশুর হাট বসবে বলে জানা গেছে।
এছাড়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাঁশাটি উচ্চ বিদ্যালয় এবং প্রাথমিক বিদ্যালয় মাঠেও গত শুক্রবার (৯ আহস্ট) দিনব্যাপী অবৈধ পশুর হাট বসানো হয়।
এ বিষয়ে জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহতাব উদ্দিন বলেন, এলাকার লোকজন জোর করে বিদ্যালয় প্রাঙ্গণে পশুর হাট বসিয়েছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এলাকার লোকজন বিদ্যালয় প্রাঙ্গণে পশুর হাট বসিয়েছিল বলে জানান, বাঁশাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম বলেন, বিদ্যালয় মাঠে পশুর হাট বসানোর কোনো রকম অনুমোদন উপজেলা প্রশাসন দেয়নি। প্রধান শিক্ষকও পশুর হাট বসানোর অনুমতি দিতে পারেন না। তবুও যারা বিদ্যালয় প্রাঙ্গণে পশুর হাট বসিয়েছে তা অবৈধ।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।