পূর্বধলায় ইয়াবাসহ যুবক আটক

বিশেষ প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার ছোট ইলাশপুর এলাকা থেকে ১০০ পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে নেত্রকোণার ডিবি পুলিশ। আটককৃত মো. রোকন উদ্দিন (২৩) জেলার দুর্গাপুর উপজেলার ফারং পাড়া গ্রামের মো. তারা মিয়ার ছেলে। ডিবি পুলিশের এসআই মো. জাকির হোসেন শুক্রবার দুপুরে নেত্রকোনা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন ডিবির ওসি মো. শাহ্ নুর এ আলম বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে গোপন খবরের ভিত্তিতে পূর্বধলা উপজেলার ছোট এলাশপুর গ্রামের চৌরাস্তায় জনৈক লিটন মন্ডলের মার্কেটের সামনে পাকা রাস্তা এলাকায় মাদক বিক্রির জন্য এক লোক অবস্থান করছে। পরে আমি, এসআই জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ ওই এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস মিথাইল এ্যামফিটামিন সমৃদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ রোকনকে আটক করা হয়। যার অনুমান মূল্য ত্রিশ হাজার টাকা মতো হবে এবং আটককৃতকে ইয়াবা ট্যাবলেটের বিষয়ে জিজ্ঞাসা করলে সে সন্তোষজনক জবাব দিতে পারে নাই। সে ২০১৮ সনের ৩৬ (১) এর সারণী ১০ (ক) ধারায় অপরাধ করেছে বিধায় ডিবির এসআই মো. জাকির হোসেন শুক্রবার দুপুরে বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।