নেত্রকোণায় পুনাক কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কেন্দ্রীয় কমিটির উদ্যোগ নেত্রকোণায়  বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি ঢাকার উদ্যোগে নেত্রকোণা জেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ এর সহধর্মিণী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সম্মানিত কোষাধ্যক্ষ মিসেস প্রণীতা সরকার।

এসময় উপস্থিত ছিলেন পুনাক নেত্রকোণা কমিটির সভানেত্রী  ঝুমা আকবর, নেত্রকোণার পুলিশ সুপার  আকবর আলী মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম এর সহধর্মিনী সাবিহা সুলতানা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুনাকের অন্যান্য সদস্য বৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।এসময় নেত্রকোণায় বন্যার্ত একশো বিশ টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।

পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি জানান, একশো বিশটি পরিবারের মধ্যে প্রত্যেকে দশ কেজি চাল, দুই কেজি করে চিনি,চিড়া,মুড়ি দুই লিটার সয়াবিন তেল, প্রাথমিক চিকিৎসার ওষুধপত্র সহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।