
বিশেষ প্রতিনিধি: বঙ্গবন্ধুর হত্যাকারী সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের সাজার রায় কার্যকর করার দাবিতে বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে ছোটবাজারস্থ দলীয় অফিসের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বিদেশে পলাতক সাজাপ্রাপ্ত বঙ্গবন্ধুর খুনীদের ধরে এনে সাজার রায় কার্যকর করার দাবি জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওযামী লীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র এবং সাধারণ সম্পাদক মোঃ খায়রুল হাসান লিটু।মানববন্ধন শেষে একটি মিছিল বের করে ডেঙ্গু প্রতিরোধে সকলকেই এগিয়ে আসার আহব্বান জানিয়ে সচেতনতামূলক একটি লিফলেট বিতরণ করে।