বারহাট্টায় সাতমাস ধরে ভিজিডি’র চাল পাচ্ছেন না উপকারভোগীরা

বিশেষ প্রতিনিধি: বারহাট্টায় গত সাত মাস ধরে ভিজিডির চাল পাচ্ছেন না উপকারভোগীরা।
নেত্রকোণার বারহাট্টা উপজেলা সদর ইউনিয়নের ২৯৩ জন অতি দরিদ্র নারী বঞ্চিত হচ্ছেন এ চাল উত্তোলন থেকে।
বর্তমানে বরখাস্তকৃত চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেনের মামলা সংক্রান্ত জটিলতায় এই চাল বিতরণ বন্ধ থাকার অভিযোগ উঠেছে।

প্রতি মাসে ৮ হাজার ৭৯০ কেজি করে ৭ মাসে অবিতরণকৃত চালের মোট পরিমান ৬১.৫৩ মেট্রিক টন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বারহাট্টা সদর ইউনিয়নের ২৯৩জন অতি দরিদ্র নারী এই কর্মসূচীর আওতাভূক্ত। নিয়মানুযায়ী তারা প্রতি মাসে ৩০ কেজি করে চাল পেয়ে থাকেন।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন জানান, গত জানুয়ারি থেকে জুন এই ছয় মাস ধরে ভিজিডির চাল অবিতরণকৃত থাকার কথা স্বীকার করে বলেন, বারবার তাগাদা দেয়া সত্বেও চাল বিতরণ করা হয়নি। এখন চাল বিতরণের উদ্যোগ নেয়া হলেও প্যানেল চেয়ারম্যান দায়িত্বভার গ্রহণ না করায় বিতরণ সম্ভব হচ্ছে না।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।