
বারহাট্টা প্রতিনিধি: নেত্রকোণার বারহাট্টা উপজেলার চন্দ্রপুর গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় বিয়ে বাড়িতে দাওয়াত খেতে গিয়ে কমপক্ষে ২৫জন অসুস্থ্য হয়ে পড়েন। তাদেরকে স্থানীয় বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বারহাট্টার চন্দ্রপুর গ্রামের দুলাল চন্দ্র দাসের মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। কনের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে পিন্টু পাল, ঝুমকা রানী পাল, পূর্ন কুমার পাল, বিজয় পাল, বিপুল পাল, পুস্পিতা রানী পালসহ কমপক্ষে ২৫জন অসুস্থ হয়ে পড়েন। তাদের পাতলা পায়খানা ও বমি দেখা দেয়। এলাকাবাসী তাদেরকে স্থানীয় বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপপ্লেক্সে ভর্তি করে। বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডাক্তার মাহে আলম জানান, ফুড পয়জনিংয়ের কারনে বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়। তবে তারা অনেকটা সুস্থ হয়ে উঠেছেন।