
বিশেষ প্রতিনিধি: বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকার জন্য নেত্রকোণার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নে হেলুচিয়া গ্রামের শতাধিকেরও বেশি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে শীর্ষস্থানীয় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলার হিলুচিয়া বাজারে নতুন কুঁড়ি বিদ্যাকেতনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বন্যাকবলিত মানুষের হাতে ত্রাণ তুলে দেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও নেত্রকোণা শাখার ম্যানেজার মো. রুহুল আমীন। এ সময় বারহাট্টা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)ফরিদা ইয়াসমিন উপস্থিত থাকার কথা থাকলেও ব্যাস্ততার কারণে না আসায় তাঁর সম্মতিতে এ ত্রাণ বিতরণ কার্ষক্রম পরিচালনা করা হয়।
এ অনুষ্ঠানে মো. আবুল হাশেমের সঞ্চালনায় নতুন কুঁড়ি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক হাসান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপক রুহুল আমীন বলেন, ইসলামী ব্যাংক দেশের মধ্যে শীর্ষস্থানীয় ব্যাংক গুলোর মধ্যে একটি। এ ব্যাংক দেশের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্ষক্রম পরিচালিত করেছে। এরই অংশ হিসেবে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়াতে আপনাদের এখানে আমাদের আসা।
পরে প্রায় শতাধিকেরও বেশি প্রতিটি পরিবারের মাঝে একটি করে শাড়ী ও লুঙ্গী বিতরণ করা হয়। এ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সাহতা ইউনিয়নের চেয়ারম্যান পল্টন চন্দ্র সরকার, বিনিয়োগ গ্রাহক মো. বাচ্চু মিয়া, কুমারপাড়া গ্রামের মো. আব্দুল কাইয়ুম, ব্যাংকের সিনিয়র অফিসার এখলাছ উদ্দিন আহমেদ, কর্মকর্তা খুরশেদ আলম সহ প্রমুখ।