নেত্রকোণায় ৩৩৩ সার্ভিসে ফোন করে সেবা নিয়েছেন ৭০৫৫ জন

বিশেষ প্রতিনিধি: ‘সরকারি তথ্য ও সেবা সবসময়’ শ্লোগানে ৩৩৩ এর সেবা নিয়ে নেত্রকোণা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাবিহা সুলতানা, শিক্ষাও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মনোয়ার হোসেন, জেলা প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, জেলা সাংবাদিক সমিতির সভাপতি হায়দার জাহান চৌধুরী, দৈনিক জননেত্র পত্রিকার সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সাংবাদিক দিলওয়ার খান, দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন সহ সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক জানান,নেত্রকোণায় ১ বছর চার মাসে মোট ৭০৫৫ জন ৩৩৩ তে ফোন করে বিভিন্ন সেবা নিয়েছেন।

শর্টলিংকঃ
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।